প্রকৃতি ও জলবায়ূসারাবাংলা

শরণখোলায় ভারী বর্ষনে পানি বন্দী হাজারো পরিবার পরিদর্শনে ইউএনও

শাহিন হাওলাদার, বিশেষ প্রতিনিধি

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় টানা দু’দিনের অবিরাম ভারী বর্ষনে গ্রামাঞ্চলের বাড়ী ঘর প্লাবিত হয়ে ভেসে গেছে অসংখ্য পুকুর ও মৎস্য খামারের মাছ। ডুবে গেছে ফসলের মাঠ ও বীজতলা। ভারী বর্ষণের ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়ে পড়েছে। লকডাউনের এসময় দূযোর্গপূর্ণ আবহাওয়ায় নিত্য দিনের খেটে খাওয়া মানুষের দূর্ভোগ চরমে এবং গবাদিপশু গরু,ছাগল, মহিষ,হাস মুরগী বিপদে রয়েছে।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার খাতুনে জান্নাত বুধবার (২৮ জুলাই) সকালে বৃষ্টিতে প্লাবিত গোলবুনিয়া গ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার আশ্রয়ন প্রকল্প, খুঁড়িয়াখালী,তাফালবাড়ি, লাকুড়তলা,কদমতলা,রায়েন্দা বাজার সহ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন,এ সময় তিনি আশ্রয়ন প্রকল্পের অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ সহ অন্যান্য এলাকায় কিছু অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেন এবং পানি নিষ্কাসনে দ্রুত ব্যবস্হা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Related Articles

Back to top button