জাতীয়ঢাকালিডসরকার

” জনপ্রসাশন পদক ২০২০ পেলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম

 

বাংলার রাজপথ ডেস্কঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মকর্তা-কর্মচারীদের সৃজনশীল ও উদ্ভাবনী কার্যক্রম উৎসাহিত করার লক্ষ্যে স্বীকৃতিস্বরূপ আজ রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত ‘জনপ্রশাসন পদক-২০২০’ ও জনপ্রশাসন পদক-২০২১’ প্রদান অনুষ্ঠানে ‘মাতৃমৃত্যু মুক্ত কাপাসিয়া মডেল’ কার্যক্রমের জন্য জনপ্রশাসন পদক-২০২০ পেলেন গাজীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব এস. এম. তরিকুল ইসলাম মহোদয়। দলীয় ক্যাটাগরিতে প্রাপ্ত এই প্রাপ্তিতে তার সাথে পদক গ্রহণ করেন কাপাসিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোসাঃ ইসমত আরা, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব লাজু শামসাদ, কাপাসিয়া উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. মোঃ আব্দুস সালাম ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোহাম্মদ আব্দুর রহিম। উক্ত পদক অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে সকলকে উৎসাহ প্রদান করেন ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জনাব আ. ক. ম. মোজাম্মেল হক এম.পি।

Related Articles

Back to top button