নগরজীবনপ্রকৃতি ও পরিবেশলাইফস্টাইললিডশিক্ষাঙ্গনসারাবাংলা

শরণখোলায় পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে রূপান্তরের পটগান

মোঃ শাহীন হাওলাদার/স্টাফ রিপোর্টার

শরণখোলা উপজেলায় মা ও শিশুর পুষ্টি বিষয়ক সচেতনতা সৃষ্টিতে পটগান অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়নের সহযোগীতায় কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর নেতৃত্বে ওয়াটার এইড বাংলাদেশের কারিগরি সহযোগিতায় জেজেএস ও উন্নয়ন সংগঠন রূপান্তর বাস্তবায়িত রূপান্তর থিয়েটারের পরিবেশনায় উপজেলা ভাইসচেয়ারম্যান রাহিমা আক্তার হাসির বাড়ির সামনে এ পটগান অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সাংবাদিক শাহীন এর উপস্থিতিতে ২৭( নভেম্বর) বিকালে রূপান্তর থিয়েটার শিল্পীদের অভিনয়ের মাধ্যমে উঠান বৈঠকে গর্ভবতী মায়ের পরিচর্যা, প্রসব পরবর্তী মায়েদের করনীয়, শিশুর পরিচর্যা, গর্ভকালিন সময়ে বিশ্রাম, খাওয়া, আয়রন ও ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া, হাত ধোয়ার পাচটি গুরুত্বপূর্ণ সময় সম্পর্কে ক্রেইন প্রকল্পের উপকার ভোগীসহ অন্যান্যদের সচেতনতা করা হয়। প্রত্যকে পটগানের শেষে পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের ৫ জনকে পুরষ্কার দেওয়া হয়।

Related Articles

Back to top button