প্রশাসনপ্রাকৃতিক দুর্যোগসারাবাংলা

শরণখোলা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে,র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

মোঃ শাহীন হাওলাদার / স্টাফ রিপোর্টার

“মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা-
এই প্রতিপাদ্যকে সামনে রেখে
র‍্যালি,ভূমিকম্প,অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও
আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালন করা হয়েছে।

১০ মার্চ (বৃহস্পতিবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমের সামনে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী র‌্যালিটির উদ্বোধন করেন।

পরে উপজেলা হলরুমে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত।

জাইকা কর্মকর্তা মোঃ মিয়া রিয়াজুর রহমান রিপনের সঞ্চালনায় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাঃ রাহিমা আক্তার হাসি,শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আঃ মালেক রেজা,উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রিপন কুমার ঘোষ,বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা মোঃ সাদিদ হোসেন,সিডিডি কর্মকর্তা এলিস অরুণ মজুমদার,
এসএমকেকে স্টেপ প্রকল্পের কর্মকর্তা মোঃ রুহুল আমিন,সিপিপি কর্মকর্তা আরাফাতুল ইসলাম,সিআইএস কর্মকর্তা মোঃ গোলাম রসুল প্রমুখ।

উক্ত দিবসে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পরে স্টেপ প্রকল্প শরণখোলার উদ্যোগে চিত্রঅংকন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

Back to top button