প্রকৃতি ও পরিবেশপ্রশাসন

এসএমকেকে স্টেপ প্রকল্পের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন।

শরণখোলা প্রতিনিধি

“মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা-
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে শরণখোলা উপজেলা প্রশাসন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে
র‍্যালি,ভূমিকম্প,অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও
আলোচনা সভার আয়োজন করা হয়।

এছাড়া ১০ মার্চ সকালে এসএমকেকে স্টেপ প্রকল্পের বাগেরহাট,শরণখোলা এর নিজ উদ্যোগে রায়েন্দা ও সাউথখালী ইউনিয়নে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী।

এর অংশ হিসেবে রায়েন্দা ও সাউথখালী ইউনিয়নে দুটি গণস্বাক্ষর গ্রহণ করা হয়। ৩ নং রায়েন্দা ইউনিয়নের প্রতিপাদ্য বিষয় ছিল-( রায়েন্দা খাল পুনঃসংস্কার চাই) ৪ নং সাউথখালী ইউনিয়নের প্রতিপাদ্য বিষয় ছিল-(দুর্যোগে
গর্ভবতী,নারী,শিশু,বৃদ্ধওপ্রতিবন্ধী ব্যাক্তি বান্ধব আশ্রয় কেন্দ্র চাই)।

এ সময় উপস্থিত ছিলেন এসএমকেকের স্টেপ প্রকল্পের কর্মকর্তা মোঃ রুহুল আমিন, নূপুর আক্তার, জাহাঙ্গীর আলম, নাজিয়া সুলতানাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগন

Related Articles

Back to top button