অপরাধ ও দূর্ঘটনাকরোনাভাইরাসসারাবাংলা

শরণখোলায় লকডাউন অমান্য করায় ১২ জনকে জরিমানা

শাহিন হাওলাদার, বিশেষ প্রতিনিধি 

রবিবার বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় লকডাউন অমান্য করায় জরিমানা করা হয়েছে।

শরণখোলায় সরকার ঘোষিত লকডাউনের তৃতীয় দিন বিধিনিষেধ অমান্য করায় ১২ জনকে ১০২০০ দশ হাজার দুই শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

(২৫ জুলাই) সকাল থেকে বিকাল ৫ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাতুনে জান্নাত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) খাতুনে জান্নাত জানান, চলমান লকডাউনের সরকারি বিধি নিষেধ অমান্য করে অনেকেই মটর সাইকেল সহ রাস্তায় ঘোরা-ফেরা এবং দোকান খোলার চেষ্টা করেন। এ সময় তিনি পুলিশ ও আনছার বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে লকডাউন বাস্তবায়ন করতে মাঠে নামেন।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দোকান খোলা রাখা, মাস্ক না পরা এবং বিনা কারণে বাহিরে ঘোরা-ফেরা করার অপরাধে মোট ১২ জনকে ১০২০০ দশ হাজার দুই শত টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

Related Articles

Back to top button