ঢাকাসারাবাংলা

গাজীপুরে ঢিলেঢালা ভাবে চলছে ৩য় দিনের কঠোর লকডাউন

 

এস এম লুৎফর রহমান, মহানগর প্রতিনিধি গাজীপুর

সারাদেশে ১৪ দিন কঠোর লকডাউনের মধ্যে আজ ৩য় দিন চলছে।গত দুই দিনের তুলনায় আজকে অনেকটাই ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে গাজীপুরের জয়দেবপুরের অনেক জায়গাতেই। সেই সাথে অবাধে চলাফেরা করতে দেখা যাচ্ছে বোর্ড বাজার, চৌরাস্তা, কোনাবাড়ী রোড সহ অনেক জায়গায়। দিন যত গড়াচ্ছে ততই জনগন উপেক্ষা করতে দেখা যাচ্ছে লকডাউন। বিশেষ করে গাজীপুরের হানকাটা, মারতা ব্রিজ, চরসিন্দু ব্রিজ, কিশোরিতা সহ বেশ কিছু পর্যটন স্হানে বিকালে দেখা যাচ্ছে স্বাভাবিক চলাফেরা ও মানুষের জটলা। বুঝার উপায় নেই কঠোর লকডাউন চলছে। কেউ প্রয়োজনে বের হচ্ছে তো কেউ দেখার জন্য বের হচ্ছে। তবে মূল সড়কগুলোতে দোকানপাট বন্ধ থাকলেও খোলা থাকে মহল্লার দোকানগুলো। এবং গভীর রাত পর্যন্তও চলে বেচাকেনা। পুলিশ টহল দিয়ে গেলে আবারও দোকানপাট খুলে।এবং চায়ের দোকানগুলোতে আড্ডা হচ্ছে আগের মতোই। আবার কোথাও সাটার নামিয়েও চলছে ব্যবসার কাজ। তবে সকালের দিকে যতটা তৎপর দেখা যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বেলা বারার সাথে সাথেই যেনো অনেকটা অলস্যভাব চলে আসে। তবে সকলকেই স্বাস্থ্য বিধি মেনে চলা ও অহেতুক বাহিরে ঘুরাফেরা না করার আহ্বান জানাচ্ছেন পুলিশ সদস্যরা।

Related Articles

Back to top button