সারাবাংলা

দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক ব্যবসায়ি রুহুল আমিন।

শরণখোলায় দ্বিতীয় জানাজা শেষে হাজারো মানুষের ভালবাসা নিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন রায়েন্দা বাজারের সাবেক ব্যবসায়ি ও বিশিষ্ট সমাজ সেবক সৌদি প্রবাসী জামাল নুরের শ্বশুর হাফেজ মোঃ রুহুল আমিন।

২১ জানুয়ারি শুক্রবার দ্বিতীয় নামাজে জানাজা শেষে ২ নং খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুম রুহুল আমিনের লাশ দাফন করা হয়।

প্রথম ও দ্বিতীয় জানাজা জুম্মা বাদ রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে পরে নিজ গ্রাম নলবুনিয়ায় পরপর দুটি জানাযা অনুষ্ঠিত হয়।

প্রথম জানাজার আগে শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তা,মরহুমের জামাতা ও তার ছেলে জীবনাদর্শ নিয়ে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন।

নামাজে জানাজায় সামাজিক,রাজনৈতিক,শিক্ষক, সাংবাদিক,ব্যবসায়ি,দিনমজুরসহ সকল শ্রেণী পেশার হাজারো মানুষ অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য মরহুম হাফেজ রুহুল আমিন গত বুধবার রাতে হার্ট অ্যাটাকে খুলনা সিটি কলেজ হাসপাতালে চিকিৎসধীন অবস্থায় ইন্তেকাল করেন।

Related Articles

Back to top button