অপরাধ ও দূর্ঘটনাপ্রশাসনলিডসারাবাংলা

গাজীপুর জয়দেবপুরে মাদকসহ ৪ সেবনকারী আটক, বিভিন্ন মেয়াদে সাজা

মোঃ শরীফুল আজম (বাবু)- গাজীপুর।

গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া এবং তার সঙ্গীয় ফোর্স সহ দুপুর ২ ঘটিকার সময় জয়দেবপুর বাস স্ট্যান্ডের পাশে থেকে গাজা সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। এ সময় চার জনের কাছ থেকে ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাজা এবং আটককৃত চারজনকে গাজীপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা এবং জরিমানা প্রদান করা হয়। আটকৃত চারজনকে পৃথক পৃথক মামলা প্রদান করা হয়। এবং প্রত্যেক জনকে ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।

১/নজরুল ইসলাম- সাজা ১২ দিন।
২/আলী হোসেন- সাজা ১৫ দিন।
৩/ সাইদুল ইসলাম- সাজা ০৭দিন।
৪/আব্দুল মজিদ – সাজা ০১ মাস।

মোবাইল কোর্ট পরিচালনা করেন
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস। গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো:আনোয়ার হুসেন ভূঁইয়াকে মাদক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমরা নিয়মিত মাদকের ব্যাপারে অভিযান চালিয়ে যাচ্ছি। মাদক সেবনকারীর থেকে মাদক ব্যবসায়ী ও তাদের গডফাদারদের ধরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং মাঝে মধ্যে আমরা বড় বড় মাদক কারবারীদেরকে আটক করতে সক্ষম হয়েছি। এছাড়া তিনি আরো বলেন মহানগরী এবং জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা এবং সেবন কারীর স্পটগুলো আমরা নজরদারিতে রেখেছি, আগামীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ব্যাপকভাবে অভিযান চলবে।

Related Articles

Back to top button