করোনাভাইরাসখুলনা

করোনাভাইরাস : খুলনায় আরও ৯ জনের মৃত্যু

খুলনায় প্রাণঘাতী করোনায় গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুন) জেলার তিন হাসপাতালের মুখপাত্র পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করেন।

মৃতদের মধ্যে জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে ছয়জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন ও গাজী মেডিকেল কলেজে দুইজন রয়েছে।

খুলনা করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে রেড জোনে পাঁচজন ও ইয়ালো জোনে একজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে ভর্তি হয়েছেন ৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।

অন্যদিকে, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সরদার মনিরুল ইসলাম (৬৮) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি খুলনার রূপসা এলাকার বাসিন্দা।

এছাড়া হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৪জন রোগী নতুন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত ৭০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালটির করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৬৯ জন।

Related Articles

Back to top button