করোনাভাইরাসলিডসারাবাংলা

শরণখোলায় কোভিড-১৯ প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে কর্মশালা

মোঃ শাহীন হাওলাদার/ স্টাফ রিপোর্টার

বাগেরহাটের শরণখোলায় আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ এর সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১/০৬/২২ ইং তারিখ সকাল ১০ টায় অগ্রদূত ফাউন্ডেশনের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এনজিও সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী খালিদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন,১ নং ধানসাগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তপু বিশ্বাস,সাংবাদিক মোঃ শাহীন হাওলাদার,ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিক,শরণখোলা স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই মোঃ ফরিদ আহমেদ প্রমূখ।

আলোচনা সভায় কোভিড-১৯ প্রতিরোধ এবং করোনার প্রতিষেধক তৃতীয় পর্যায়ের বুষ্টার টিকা সকলকে গ্রহণে উদ্বুদ্ধকরণ করা হয়।

উপস্থিত স্থানীয় পর্যায়ের সকল ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনা প্রধান, ধর্মীয় নেতা এবং উপস্থিত সমাজের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে নিজ নিজ অবস্থান থেকে সকল কোভিড-১৯ প্রতিরোধকল্পে জনসচেতনতা এবং মতামত নেওয়া হয়। সকলকে বুষ্টার ডোজ নেওয়ার জন্য বিশেষ জনসচেতনতায় গুরুত্ব দেওয়া হয়।

Related Articles

Back to top button