ঢাকালিডসরকার

ঈদ পরবর্তী কঠোর লকডাউনে জনশূন্য গাজীপুর

এম এ হানিফ রানা, স্টাফ রিপোর্টার

সরকারি সিদ্ধান্ত মোতাবেক কঠোর লকডাউনের আজ ১ম দিন। সমস্ত দোকান পাট এবং কলকারখানা বন্ধ থাকার মতো কঠিন সিদ্ধান্ত নেয়া হয়েছে করোনা ভাইরাসের আক্রমণ ঠেকাতে। ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত একটানা ১৪ দিন চলবে এই লকডাউন। এমনিতেও ঈদের পরে সমস্ত জায়গা জনশূন্য থাকে অনেকটাই। এবার যুক্ত হলো লকডাউন, তাই সমস্ত রাস্তাঘাট যেনো এক হরের ছবির মতো থমথম অবস্থা বিরাজ করছে। মানুষজন তেমন বের হচ্ছে না বললেই চলে। সরে জমিনে ঘুরে দেখা গেলো গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নেই সেই চীরচেনা যানজট, রাজবাড়ী ঢাল,জয়দেবপুর রেলক্রসিং, শীববাড়ী মোর, তিন সড়ক,চৌরাস্তা, ময়মনসিংহ রোড সহ তেমন কোথাও গাড়ির চলাচল লক্ষ করা যায়নি। পায়ে চালিত রিক্সা এবং মোটরসাইকেল ও ব্যাক্তিগত কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে। তাছারা দূর পাল্লার কয়েকটা পরিবহনও চোখে পরেছে যেগুলো গতরাতে লকডাউনের আগে ছেড়ে আসছিলো কিন্তু জ্যামের কারনে আটকা পরেছে। ভোগান্তিতে পরতে দেখা গেছে অনেক জায়গায় সাধারণ মানুষজনকেও। অনেকে নিজ কর্মস্থলে ফিরেছেন কিন্তু গাড়ি না পাওয়াতে ভোগান্তির শিকার হচ্ছেন। কেউবা পায়ে হেটেই গন্তব্য স্হানে পৌছাতে শুরু করেছেন। তবে খেটে খাওয়া মানুষদের অবস্থা অনেকটা কঠিন অবস্হার মধ্যে দিয়ে যাচ্ছে বলে অনেকে জানান।
লকডাউন বাস্তবায়নে প্রশাসন তৎপর। তারা সর্বাত্মক চেষ্টা করছে জনসাধারণকে ঘড়ে রাখতে।
উল্লেখ্য যে,বর্তমান পরিস্থিতি ভয়াবহতা বেরে যাওয়া বাংলাদেশ সরকার ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছেন। এবারের লকডাউনে সকল ধরনের শিল্প- কারখানা বন্ধ ঘোষনা করা হয়েছে। এবং জরুরি প্রয়োজনীয় সেবা ছাড়া সমস্ত যানবাহনও বন্ধ।

Related Articles

Back to top button