অপরাধ ও দূর্ঘটনাপ্রশাসনব্রেকিংলিডসারাবাংলা

আশুলিয়ায় সন্ত্রাসীদের হামলায় আহত চার সংবাদ কর্মী

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের সীমান্তবর্তী আশুলিয়ায় থানার বাংলাদেশ বিমান পোল্ট্রি কমপ্লেক্স মাদার গেট সংলগ্ন আব্দুল আলীম ওরফে গেদুরাজের মান্নান কলোণিতে অসামাজিক কার্যকলাপ সহ মেয়েদের দিয়ে প্রকাশ্য দেহ ব্যবসার কাজ করাচ্ছেন ।

এই সংবাদ পেয়ে আশুলিয়ার দুই ও কাশিমপুর প্রেসক্লাবের দুই সংবাদ কর্মী ঘটনাস্থলে উপস্থিত হয় সংবাদকর্মীর উপস্থিতি টের পেয়ে আব্দুল আলিম ওরফে গেদুরাজ সহ তার বাহিনী ২০-৩০ জন সন্ত্রাসী বাহিনী লাঠি সড়কি দিয়ে সংবাদ কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে তবুও জীবনের ঝুঁকি নিয়ে ভিডিও ফুটেজ সহ সকল তথ্য সংগ্রহ করে পরবর্তীতে আব্দুল আলিম ওরফে গেদুর আরো কিছুবাহিনী এসে তাদের কাছ থেকে ক্যামেরা মোবাইল ও গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নেয় তৎক্ষণে সংবাদকর্মী কাশিমপুর ও আশুলিয়া থানায় অবগত করেন।

প্রশাসন ঘটনাস্থলে আসতে না আসতেই সংবাদ কর্মীদের মাটিতে পিষে ফেলে আব্দুল আলিম ওরফে গেদরাজ বাহিনী। এমত অবস্থায় এলাকাবাসী এসে এই চার সংবাদ কর্মীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করেন।

হসপিটাল থেকে রিলিজ দেয়ার পরে কাশিমপুর থানায় অভিযোগ করতে গেলে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ বলেন এটা আমাদের থানার বাহিরে, তাই আপনারা আশুলিয়া থানায় অভিযোগ করেন। যতটুক সহযোগিতা লাগে আমি করব, এই পরিপ্রেক্ষিতে অসুস্থ অবস্থায় সংবাদকর্মী আবার আশুলিয়া থানায় চলে যায় সেখানে অভিযোগ করতে গেলেও আশুলিয়া থানার অফিসার ইনচার্জ তিনি বলেন এটা কাশিমপুর থানার আওতায়, তাই আমি এই অভিযোগ গ্রহণ করতে পারছি না।

এটাই যদি হয় সংবাদ কর্মীদের বর্তমান অবস্থা সেক্ষেত্রে সাধারণ মানুষের কি ভোগান্তি হতে পারে। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন সংবাদকর্মীর উপর নির্যাতন বরদাস্ত করা হবে না কিন্তু বাস্তবে এসে সেটার ভিন্নরূপ দাঁড়িয়েছে, যেমনটি ঘটেছে কাশিমপুর প্রেসক্লাবের 2 সংবাদ কর্মীর উপর আহত সংবাদ কর্মীরা হলেন আনন্দ টেলিভিশনের কাশিমপুর থানা প্রতিনিধি মোঃ মোক্তাসীন শিকদার রাজিব, মোঃ আসিফ হোসেন মুভি বাংলা টেলিভিশনের স্টাফ রিপোর্টার, ও আশুলিয়া 52 টেলিভিশন এর প্রতিনিধি মোঃ রমজান আলী,মোঃ জামাল হোসেন দৈনিক সময়ের কন্ঠ ডটকম মাল্টিমিডিয়া কোম্পানি লিমিটেড এর স্টাপ রিপোর্টার। ভুক্তভোগীরা বলছেন থানায় শুরাহা না পেলেও আমরা বিভাগীয় পর্যায়ে হলেও এর ব্যবস্থা নেব কারণ এই দুষ্কৃতী সন্ত্রাসীদের হাত থেকে জনগণকে রক্ষা করতেই হবে।

Related Articles

Back to top button