অপরাধ ও দূর্ঘটনাপ্রশাসনসারাবাংলা

রাণীশংকৈলে বৈদ্যুতিক শকে মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে মঙ্গলবার ২৭ জুন দুপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে সন্তোষ নামে এক টাইলস
মিস্ত্রির মারা গেছেন এবং আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন একজন। মৃত সন্তোষ উপজেলার রাণীভবানীপুর গ্রামের অমেন চন্দ্রের ছেলে। এবং আহত শিষনাথ(২০) একই গ্রামের রবেন চন্দ্রের ছেলে। রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, রাণীশংকৈল পৌরশহরের কলেজ পাড়ায় চুন্নু কর্মকারের বাড়িতে ইলেকট্রিক ও টাইলস এর কাজ করছিলেন ৪ জন শ্রমিক। কাজের ফাঁকে একসময় মিস্ত্রি সস্তোষ ঘরের ছাদে উঠে লোহার রড দিয়ে পাকা আম পাড়ছিলেন। এসময় রাস্তার খুঁটিতে উপরে থাকা ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে রড জড়িয়ে গেলে প্রচন্ড শক পান সন্তোষ।অজ্ঞান অবস্থায় তাকে অটো যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অপরজনকে দিনাজপুর এম এ আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে থানার ওসি বলেন, বিষয়টি শুনে আমি এসআই এরশাদ আলীকে দ্রুত ঘটনাস্থলে তদন্তে পাঠিয়েছি এবং সত্যতা নিশ্চিত হয়েছি। এনিয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায় নি মর্মেও ওসি জানান।

Related Articles

Back to top button