অপরাধ ও দূর্ঘটনাপ্রশাসনব্রেকিংলিডসারাবাংলা

গাজীপুর মহানগর পুলিশ কর্তৃক ২৪ ঘন্টার উদ্ধার অভিযানে কার্তুজ, আগ্নেয়াস্ত্র, মাদকসহ গ্রেফতার ৩।

এম এ হানিফ রানা – গাজীপুর থেকে

গত ২৭/০৮/২০২২ ইং তারিখ বাসন থানা কর্তৃক টেকনগপাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন গলির মাথা হতে পেশাদার অপরাধী ১। মোঃ মেহেদী হাসান রাব্বী (২৩), ২। পারভেজ ওরফে মোঃ পারভেজ ওরফে মোঃ আমিন পারভেজ (৩১) দের ০১ আগ্নেয়াস্ত্র এলজি, ০১ রাউন্ড কার্তুজ, ০২ গ্রাম হেরোইন, ০২ টি মোবাইল সেট, ০১টি সুইচ গিয়ার চাকু,০২ রাউন্ড কার্তুজ, ০৬ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।

বাসন থানা কর্তৃক অপর আরেকটি অভিযানে আউটপাড়া মৃতঃ আঃ হামিদের বাড়ির ভাড়াটিয়া ১। মোঃ আল আমিন(৪৫) কে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, ধৃত আসামি ১। মোঃ মেহেদী হাসান রাব্বী (২৩), এর নামে জিএমপি এর সদর থানা থানার,এফআইআর নং-১৩/১৫৫, তারিখ- ১৭ এপ্রিল, ২০২১, ধারা- ৩৯৪ পেনাল কোড;জিএমপি এর বাসন থানার ,এফআইআর নং-৫/১০৩, তারিখ- ০৬ মে, ২০২২, ধারা- ৩৯৩ পেনাল কোড;জিএমপি এর বাসন থানার ,এফআইআর নং-১৩/৩৩, তারিখ- ১৮ ফেব্রুয়ারী ২০২২,ধারা-৩৯৩ পেনাল কোড এবং

ধৃত আসামি ২। পারভেজ ওরফে মোঃ পারভেজ ওরফে মোঃ আমিন পারভেজ (৩১), এর বিরুদ্ধে জিএমপি এর সদর থানা থানার এফআইআর নং-৬৮, তারিখ- ৩১ আগস্ট, ২০২০ ধারা- ৩৯৯/৪০২ পেনাল; জিএমপি এর বাসন থানার ,এফআইআর নং-১২, তারিখ- ১৫ জুন, ২০২১, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন; জিএমপি এর বাসন থানার, গাজীপুর এর জয়দেবপুর থানার ,এফআইআর নং-৪৭, তারিখ- ০৯ ডিসেম্বর, ২০১৬ ধারা- ৪(১)/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রত বিচার) আইন, ২০০২ (সংশোধনী ২০০৯); জিএমপি এর সদর থানা থানার ,এফআইআর নং-৫/২৫১, তারিখ- ০৫ মে, ২০২০; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

প্রত্যেকটি ঘটনায় বাসন থানায় মামলা রুজু হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘন্টায় বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত আরোও ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ কমিশনার মহোদয়ের নিদের্শনা অনুযায়ী মাদক বিরোধী অভিযান ও অন্যান্য অভিযান অব্যহত থাকবে

Related Articles

Back to top button