অপরাধ ও দূর্ঘটনাপ্রশাসনলিডসারাবাংলা

গাজীপুরে জুয়ার আস্তানায় অভিযান, ২৮৮ জনকে গ্রেফতার ও ১১জনকে কারাদণ্ড প্রদান

এম এ হানিফ রানা

১৬/০৩/২২ তারিখ রাত আনুমানিক ২২:০০ ঘটিকা হতে ইং ১৭/০৩/২২ তারিখ ০৭:০০ ঘটিকা পর্যন্ত সদর (মেট্রো) থানাধীন ২২ নং ওয়ার্ডের গজারিয়া পাড়া সাকিনে নতুনধারা কালচারাল এন্ড অডিটরিয়ামে অবৈধভাবে হাউজি খেলা এবং মাদক দ্রব্য ক্রয়- বিক্রয় হচ্ছে বিষয়ক গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন, গাজীপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনায় জেলা প্রশাসন, গাজীপুর এর পক্ষে ছিলেন জনাব জাহিদ বিন কাশেম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জনাব মাসুদুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর পক্ষে জনাব ইলতুৎমিস, উপ-পুলিশ কমিশনার (অপরাধ- দক্ষিণ), জনাব মোঃ জাকির হোসান, উপ-পুলিশ কমিশনার, (অপরাধ- উত্তর), জনাব মোঃ হুমায়ুন কবির, উপ-পুলিশ কমিশনার, সিটিএসবি এন্ড প্রটেকশন বিভাগ, জনাব মোঃ মিজানুর রহমান, উপ-পুলিশ কমিশনার (এস্টেট) সহ প্রায় ২ শতাধিক ফোর্স উপস্থিত ছিলেন।

অভিযানকালে ঘটনাস্থলে হাউজি খেলার বিভিন্ন সরঞ্জামাদি, ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, আনুমানিক ০১ কেজি গাঁজা, কেরু কোম্পানির তিন বোতল ইম্পেরিয়াল হুইস্কি, একটি সাদা প্লাস্টিকের বোতলে অনুমান এক লিটার মদ,তিনটি হুইস্কির খালি প্লাস্টিকের বোতল, অনুমান ১০০ গ্রাম হিরোইন, হাউজি খেলার সিট, ৪ টি সি সি ক্যামেরা, একটি মনিটর, একটি ল্যাপটপ, পাঁচটি সাউন্ড বক্স, দুইটি সাদা রং এর ট্রাংক, ৩৪ টি সিল, ফেসবুকে লাইভ করার ক্যামেরা, বিভিন্ন কোম্পানির মোটর সাইকেল ২২ টি,
প্রাইভেট কার ০৭ টি,
মাইক্রোবাস ০৬ টি
সিএনজি ০১ টি, নগদ ২৬৫০০/- টাকা সহ ২৮৮ জন ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের মধ্য থেকে ১১ জনকে ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৭(২) ধারা অনুসারে বঙ্গীয় প্রকাশ্যে জুয়া আইন ১৮৬৭ এর ৩ ধারা মোতাবেক ১ মাস করে বিনা শ্রম কারাদন্ড এবং অন্য ২৭৭ জনকে একই আইনের ৪ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।

Related Articles

Back to top button