দিবসপ্রশাসনলিডসারাবাংলা

গাজীপুরের কাশিমপুর কারাগারের মহিলা হাজতী ও শিশুদের ঈদ উপহার তুলে দেন- গাজীপুর জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

ও মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। সব কিছু ঠিক থাকলে আর হয়তো দুই দিন বাকি পবিত্র ঈদুল ফিতরের। সকলের মতো সেই দিন কারাগারে থাকা হাজতীদেরও মনে চায় ঈদের আনন্দ ভাগাভাগি করতে। হয়তো স্বাধীন ভাবে বাহিরে সেই আনন্দ ভাগ করতে পারেন না তারা। তাই বলে কি ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকবে?
আজ ২৯ এপ্রিল, ২০২২ তারিখ কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে মহিলা হাজতীদের সাথে থাকা ৮৪ জন শিশুসহ আটক মহিলা হাজতীদের জন্য পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শাড়ি এবং শিশুদের জন্য পোষাক উপহার হিসেবে তুলে দেন , গাজীপুরের মাননীয় জেলা প্রশাসক, জনাব আনিসুর রহমান

এসময় তার সাথে ছিলেন জনাব আবুল কালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর, জনাব ওয়াসিউজ্জামান চৌধুরী, নেজারত ডেপুটি কালেক্টর, গাজীপুর এবং জনাব হালিমা খাতুন, সিনিয়র জেল সুপার, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় মহিলা কারাগার।

এছাড়া, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর বন্দিদের জন্য পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে পোষাক সামগ্রী উপহার হিসেবে জেলা প্রশাসন, গাজীপুর এর পক্ষ থেকে পৌছে দেয়া হয়।

Related Articles

Back to top button