ঢাকাসারাবাংলা

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কারারক্ষীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়

তারিকুল জুয়েল, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নবীন কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের ৫৮ তম বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সশস্ত্র অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম, কারা মহাপরিদর্শক মোহিনুর রহমান মামুন, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে কারাগারে ও কারারক্ষীদের উন্নয়নে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে বলেন, বন্দি পূনর্বাসনের জন্য ৩৯টি ট্রেডে ৫০ হাজার বন্দিকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তাদের খাবারের মান বাড়ানো হয়েছে, সন্তানদের বঙ্গবন্ধু বৃত্তি প্রদান করা হয়েছে।
৬ মাস মেয়াদের বুনিয়াদি প্রশিক্ষণে ৩১৮ জন কারারক্ষী অংশ গ্রহন করেন। অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফরমেন্সের জন্য ৪জনকে ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে কাশিমপুর কারাগারের বিভিন্ন ইউনিটের জেল সুপার, জেলারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা গন অংশ গ্রহণ করেন।

Related Articles

Back to top button