করোনাভাইরাসব্রেকিংলিডসারাবাংলা

ওমিক্রনে আক্রান্ত বাংলাদেশের দুই নারী ক্রিকেটার

করোনা ভাইরাসের নতুন ধাক্কার নাম ওমিক্রন। বর্তমানে চিন্তার ভাজ বিশ্বের সকল মানুষের কপালে।
জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে জিম্বাবুয়ে থেকে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করে গত ১ ডিসেম্বর দেশে ফিরে আসে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার গৌরব নিয়েই দেশে ফিরে আসে নারী দল। তবে দেশে ফেরার পরেই অনাকাঙ্ক্ষিত এক সংবাদ পায় তারা।

দেশে ফেরার পর দুবারের করোনা পরীক্ষায় দুই নারী ক্রিকেটারের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। সারা বিশ্বজুড়ে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে সংক্রমণের শঙ্কায় তাদের রাখা হয়েছিল আইসোলেশনে। পুরো দলের কোয়ারেন্টাইনের সময়ও বাড়ানো হয়েছিলো। কয়েক দফা পরীক্ষা শেষে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, ওই দুই নারী ক্রিকেটার করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত।

পরে দুপুরে স্বাস্থ্যমন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন গণমাধ্যমের সামনে খবরের সত্যতা স্বীকার করে বলেন, দুজন ওমিক্রন আক্রান্ত হলেও তারা শারীরিকভাবে সুস্থ আছেন

Related Articles

Back to top button