জাতীয়ঢাকালিড

উন্নয়নের যাতা কলে গাজীপুরবাসি

অল্প বৃষ্টিতেই সড়ক যেনো মৃত্যু ফাঁদ

নিজস্ব প্রতিবেদকঃগাজীপুরে বেহাল দশা যেমন রাস্তা ঘাটের তেমনি বেহাল দশা কাজের স্লো মোশন গতি। সেই সাথে প্রতিনিয়তই যোগ হচ্ছে বিভিন্ন রাজনৈতিক উন্নয়নের ভাষন। যা শোনার মতো ধৈর্য আর নেই বলে জানান গাজীপুরের মানুষ জন। বছরের পর বছর পার হলেও রাস্তার উন্নয়ন যেনো আর শেষ হচ্ছে না। বিভিন্ন রাস্তাঘাট ভেঙ্গে একাকার করে রাখলেও সেই রাস্তা তৈরি করতে লাগছে অনেক সময়। তাছারা কোথাও ড্রেন তৈরি করে রেখেছে আবার কোথাও মাটি কেটে রেখেছে। ফলে রাস্তা ছোট হয়ে গেছে। তাছারা মুটামুটি অনেক রাস্তাই ভাঙ্গা ও খানাখন্দভরা। তাই কোথাও কোথাও ছোট গাড়ি গুলো উল্টে দূর্ঘটনার সৃষ্টি হচ্ছে। বড় বাস ট্রাক ও ডেবে যাচ্ছে। আবদুল্লাহ পুর থেকে ঢাকা ময়মনসিংহ রোডের অবস্থা অনেক নাজুক। নির্দিষ্ট ভাবে পৌছানো তো সম্ভবই না আরো কয়েক গুন সময়ও বেশি লাগছে। এবং রাস্তার বিভিন্ন সংস্কার পন্য ফেলে রাখাতে হচ্ছে আরো দূর্ভোগ। চৌরাস্তা থেকে জয়দেবপুর রেলক্রসিং হয়ে হাড়িনাল মারতা সড়কের দৈনদশা। পুরো রাস্তাটাই ভাঙ্গা এবং কোথাও কোথাও বিশাল গর্ত। এছারাও সর্বও ছরিয়ে রেখেছে ড্রেনের জন্য তৈরি বড় বড় পাইপ এবং অনান্য সামগ্রী। বিগত কয়েকদিনের বৃষ্টিতে গাজীপুরের অনেক জায়গাই তলিয়ে গেছে বলা চলে। অনেকের ঘড়ে পানি ডুকে গেছে এবং সেচে ফেলতে হয়েছে। পানির সাথে ভেসে আসা সাপ আতংকেও রয়েছে অনেকে। অল্প বৃষ্টিতেই ভেঙ্গে যাচ্ছে আাকি রাস্তাও। পানিতে তলিয়ে যাচ্ছে ড্রেন ফলে অনেকে দূর্ঘটনার স্বীকার হচ্ছেন।

যেভাবে কাজ চলছে এবং যএতএ ফেলে রাখছে সামগ্রী তাতে করে চিন্তার ভাজ পরতে শুরু করেছে গাজীপুর বাসীর কপালে। কোন রোগি নিয়েও আসা যাচ্ছে না এইসব রাস্তায়। নগরবাসীর মতামত যত দ্রুত সম্ভব এই উন্নয়নের যাতাকল থেকে গাজীপুর বাসীকে রক্ষা করুক। সেই সাথে যেই সমস্ত শাখা রাস্তা গুলো কাজ ধরতে এখনো অনেক সময় বাকী আছে সেই সব রাস্তায় ইট বালু সুরকি ফেলে আপাতত চলার মতো উপযোগী করে দিক। তবে হয়তো কিছুটা হলে লাঘব কমবে বলে মনে করেন নগরবাসী।

Related Articles

Back to top button