অর্থনীতিলিড

শরণখোলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি,মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ শাহীন হাওলাদার /স্টাফ রিপোর্টার

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” জাতীয় মৎস্য সপ্তাহ/২২ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার শত শত মৎস্যজীবী, সরকারি কর্মকর্তা,গণ-মাধ্যমকর্মী ও সুধীদের সমন্বয়ে শোভাযাত্রা,প্লে-কার্ড, ব্যানার হাতে নিয়ে এক র‌্যালী বের হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা প্রশাসনের পুকুরে অতিথিরা মৎস্য পোনা অবমুক্ত করেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও সহকারী মৎস্য কর্মকর্তা সিরাজুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা দেবদূত সরকার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই,শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আসাদ,বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক খান, আওয়ামীলীগ নেতা এম ওয়াদুদ আকন, একরামুল কবির কিসলু তালুকদার ও উপজেলা মৎস্যজীবী সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান হোসেন প্রমূখ।

Related Articles

Back to top button