দিবসধর্ম ও জীবনলিডসারাবাংলা

মহাসড়কে গাজীপুরমুখী মানুষের ভিড়

তারিকুল জুয়েল, গাজীপুরঃ
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানী ঢাকা ও গাজীপুরে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় দেখা গেছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় গিয়ে দেখা যায়, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ফিরছেন অসংখ্য যাত্রী। যানজট না থাকায় যাত্রীদের মধ্যে ছিল স্বস্তির ছাপ। যাত্রী ও পরিবহনের চাপ একটু বেশি থাকলেও ছিলনা কোন যানজট।

তবে ফিরতি পথের যাত্রায়ও কিছুটা বাড়তি ভাড়া গুনতে হয়েছে বলে অভিযোগ করেছেন কোনো কোনো যাত্রী।
রংপুর থেকে আসা যাত্রী মোঃ আসিফ বলেন, ‘ফিরতি পথে আসতে কোথাও কোনো যানজটে আটকা পড়তে হয়নি। তবে ভাড়া কিছুটা বেশি নেয়া হচ্ছে।’

সিরাজগঞ্জ থেকে কাশিমপুরে আসা মাসুদ রানা বলেন, ‘ঈদের আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের ভোগান্তি পোহাতে হয়েছে। তবে আসার পথে তেমন কোনো যানজট ছিল না।
যানজটের কারণে ঈদের আগে না গিয়ে অনেকেই মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন জেলার উদ্দেশে পরিবার নিয়ে যেতে দেখা গেছে প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে। তবে ঈদের আগের তুলনায় ভাড়া সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তারা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঈদের ছুটি শেষে অনেকেই রাজধানী ও গাজীপুরে ফিরতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করছেন। মহাসড়কে যানবাহনের সংখ্যা কিছুটা বেড়েছে কিন্তু যানজট নেই। বিকেলের পর মহাসড়কে ঢাকামুখী গাড়ির চাপ বাড়তে পারে।’
তিনি আরও বলেন, ‘যেহেতু গাজীপুরের পোশাক কারখানাগুলো আগামী সপ্তাহে খুলবে, তাই শ্রমিকদের আসা শুরু হয়নি। সে জন্য মহাসড়কে চাপ কিছুটা কম। যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ট্রাফিক পুলিশের সদস্যরা মোড়ে মোড়ে দায়িত্ব পালন করছেন। আশা করি ফিরতি পথে যানজটের ভোগান্তি হবে না।’

Related Articles

Back to top button