জাতীয়লিড

শরণখোলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শরণখোলায় যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন,আওয়ামী লীগ,মুক্তিযোদ্ধা,সাংবাদিক, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ,সেচ্ছাসেবকলীগ,তাঁতী লীগ, সুধী সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহনে র‌্যালি, শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শরণখোলা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮ টায় র‌্যালি ও শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব আজগর আলীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন,শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তা,উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত,শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান,ডাকসুর সাবেক নেতা আব্দুল হক গোলাম হায়দার,মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ খালেক খান, ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা,প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন ও কৃষকলীগের সভাপতি এম ওয়াদুদ আকন প্রমূখ।

Related Articles

Back to top button