প্রকৃতি ও জলবায়ূপ্রাকৃতিক দুর্যোগসারাবাংলা

শরণখোলায় পানি বন্দি এলাকা পরিদর্শন করলেন পাউবোর কর্মকর্তা

শাহিন হাওলাদার, বিশেষ প্রতিনিধি

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা কয়েকদিনের ভারী বর্ষণে গ্রামাঞ্চলের ঘরবাড়ি,মাছের ঘের ও ফসলি জমি প্লাবিত হয়েছে।সৃষ্টি হয়েছে চরম জনদুর্ভোগ,পানি বন্দি এলাকা সমূহ শনিবার (৩১ জুলাই) সকালে পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য, উপকূলীয় বাধ উন্নয়ন প্রকল্পের ইন্জিনিয়ার সাইফুল ইসলাম সহপানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত, উপজেলা নির্বাহী অফিসার খাতুনে জান্নাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তা,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ,২ নং খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন,৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ রহিম হাওলাদার সহ জনপ্রতিনিধিগণ।

উপজেলা নির্বাহী অফিসার খাতুনে জান্নাত জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় পানি বন্দি এলাকায় শুকনো খাবার বিতরণ অব্যহত রয়েছে , এই উপজেলার হাজারো মানুষ পানি বন্দি হয়ে চরম ভোগান্তিতে এখন দিন কাটাচ্ছেন ,সেখানে জানতে পেরেছি পানি উন্নয়ন বোর্ডের সুইস গেট থেকে পানি সঠিক ভাবে নিস্কাসন হচ্ছে না, দ্রুত পানি নিষ্কাসন করা দরকার,তাই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেছি।

শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত জানান, গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে উপজেলার হাজার হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়েছে তাদের মাঝে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী বিতরণ সহ দ্রুত পানি নিষ্কাসন করা দরকার।

পানি উন্নয়ন বোর্ডের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য বলেন, বর্তমান জলাবদ্ধতা নিরসনে তাদের কিছু করনীয় নেই, এটার দায়িত্ব উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের প্রকৌশলীদের। বিষয়টা উর্ধতন কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হবে।

Related Articles

Back to top button