অপরাধ ও দূর্ঘটনাপ্রশাসনলিডসারাবাংলা

মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ২ মাদক কারবারি কে গ্রেফতার করলেন গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর পুলিশ সুপার জনাব, এস.এম শফিউল্লাহ বিপিএম, মহোদয়ের নির্দেশনায়, জনাব ডা. নন্দিতা মালাকার, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা, গাজীপুর এর তত্ত্ববধানে মোঃ আমির হোসেন, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাজীপুর সাহেবের নেতৃত্বে এসআই(নিঃ)মোঃ জাহেদুল ইসলাম, এসআই/মোঃ আলমগীর কবির, এএসআই (নিরস্ত্র)/মোঃ মোশারফ হোসেন, এএসআই (নিরস্ত্র)/মোঃ কামরুজ্জামান, কনস্টেবল/১৪৯৭ মোঃ রুবেল মিয়া, কনস্টেবল/২৭৫ মোঃ ফিরোজ আলী, নারী কং/১৪৯১ আছমা-উল হোসনাসহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গাজীপুর এর সাধারণ ডাইরী নং- ১৪১, তাং- ১৯/০৬/২০২২ ইং মূলে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ শ্রীপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান করাকালীন ইং ১৯/০৬/২০২২ তারিখ ১৮.০০ ঘটিকার সময় “ শ্রীপুর থানাধীন গিলারচালা সাকিনস্থ গ্রীনটেক্স লিমিটেড এর উত্তর পাশে হাজী মার্কেটের প্রবীন সরকারের ফার্মেসীর সামনে রাস্তার উপর”হইতে আসামী ০১। আছমা (২৮), স্বামী- জুলহাস মিয়া, ২। জুলহাস মিয়া (৪৫), পিতা-আঃ মুন্নাফ, সাং-ঢুলিগাতী, থানা-নেত্রকোনা সদর, জেলা-নেত্রকোনা উভয় এ/পি সাং-গিলারচালা (মেলেটারি বাড়ীর ভাড়াটিয়া) থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরদ্বয় কে ধৃত করিয়া আসামী ১। আছমা (২৮) এর হেফাজত হইতে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং আসামী ২। জুলহাস মিয়া (৪৫) এর হেফাজত হইতে ৫০০ (পাঁচ শত) পিস ইয়াবা ট্যাবলেট (১০০০+৫০০) = ১৫০০ (এক হাজার পাঁচ শত) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার সর্বমোট মূল্য অনুমান ৪,৫০,০০০/-(চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উদ্ধারপূর্বক ইং ১৯/০৬/২০২২ তারিখ ১৮.১৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হইয়াছে। এসআই/ মোঃ জাহেদুল ইসলাম বাদী হইয়া অফিসার ইনচার্জ শ্রীপুর থানা বরাবরে আসামীদ্বয়ের বিরুদ্ধে এজাহার দায়ের করিলে শ্রীপুর থানার মামলা নং-২১, তাং-২০/০৬/২০২২ ইং ধারাঃ-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারা রুজু করা হইয়াছে। আসামীদ্বয়কে ০৭ (সাত) দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Related Articles

Back to top button