আন্তর্জাতিক

ব্রিটেনে শিশুদের স্থুলতা কমাতে জাঙ্ক ফুডের বিজ্ঞাপনে বিধিনিষেধ

ব্রিটিশ সরকার জানিয়েছে, স্থুল মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় তারা সন্ধ্যাবেলায় জাঙ্ক ফুডের বিজ্ঞাপন প্রচারে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে।

এই বিধিনিষেধের আওতায় ব্রিটেনে আগামী বছর থেকে টেলিভিশন এবং অন-ডিমান্ড চ্যানেলগুলোতে উচ্চমাত্রায় চর্বি, চিনি ও লবণযুক্ত খাবারের বিজ্ঞাপন রাত ৯টার আগে প্রচার করা যাবে না।

দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) জানিয়েছে, চার থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ১০ শতাংশ স্থুলতায় আক্রান্ত। আর ১০ থেকে ১১ বছর বয়সী শিশুদের মধ্যে এই হার ২০.২ শতাংশ।

এনএইচএস আরও জানায়, প্রতি চারজন প্রাপ্তবয়স্কের একজন স্থুল। আর এর পেছনে মূলত দায়ী সস্তা, উচ্চ ক্যালরিযুক্ত খাবার।

জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী জো চার্চিল বলেন, নতুন এই বিধিনিষেধের উদ্দেশ্য হলো শিশুদের ‘অস্বাস্থ্যকর বিজ্ঞাপন’ থেকে রক্ষা করা এবং ‘জাতীয় ক্যালরি গণনা থেকে কোটি কোটি ক্যালরি বাদ দেয়া’।

গবেষণায় দেখা গেছে, ২০১৯ সালে ব্রিটেনের প্রধান বাণিজ্যিক টেলিভিশন চ্যানেলগুলোতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রচারিত বিজ্ঞাপনের ৬০ শতাংশই ছিল উচ্চমাত্রার চর্বি, চিনি ও লবণযুক্ত খাবারের বিজ্ঞাপন।

নতুন এই নিয়মে অনলাইনে প্রচারিত সকল জাঙ্ক ফুডের বিজ্ঞাপন বন্ধ করা হবে না। যদিও জাঙ্ক ফুডবিরোধীদের পক্ষ থেকে অনেক দিন থেকেই এই দাবি জানানো হচ্ছে।

প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার ব্রিটেনের পিছিয়ে থাকা অঞ্চলগুলোতে খাদ্য বৈষম্য কমিয়ে আনার চেষ্টা করছে।

করোনায় অতিরিক্ত ওজনের ব্যক্তিরা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় জাঙ্ক ফুডের প্রতি সরকার নতুন করে নজর দিয়েছে।

সূত্র : এএফপি

Related Articles

Back to top button