ক্যারিয়ারলিডসারাবাংলা

বাগেরহাটে উদ্যোক্তাদের সার্টিফিকেট বিতরণ কর্মসূচীর উদ্বোধন

মোঃ শাহীন হাওলাদার /স্টাফ রিপোর্টার

বুধবার সকালে রূপান্তরের বাস্তবায়নাধীন ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’(SCREAM)প্রকল্পের আওতায় বেইস খানজাহানিয়া গণবিদ্যালয় ট্রেনিং সেন্টারে প্রকল্পের আওতায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারী উদ্যোক্তাদের অবহিতকরণ ও সার্টিফিকেট বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ মুসাব্বিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথির বক্তব্যরাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, বেইজ গণবিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো: মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপান্তরের প্রোগ্রাম ডিরেক্টর (পরিবেশ, দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তন) ফারুক আহমেদ, স্ক্রিম প্রকল্পের জেলা কর্মকর্তা আলমগীর হোসেন মিরু, ফিল্ড অফিসার মোঃ আল ইমরান মুন্না ও শিল্পী রানী ডাকুয়া প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপান্তরের ক্রেইন প্রকল্পের এ্যাডভোকেসি সমন্বয়কারী তসলিম আহম্মেদ টংকর। অনুষ্ঠানে করোনা সংকট মোকাবেলায় দক্ষতা উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের অভিজ্ঞতা ও ব্যবসা পরিচালনার পরিকল্পনাবিষয়ে আলোচনা করেনউদ্যোক্তা মাহামুদা খাতুন বর্ষা ও রোকেয়া বেগম।

উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় রূপান্তরের বাস্তবায়নাধীন প্রকল্পটি খুলনা উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কর্মদক্ষতা সৃষ্টি করে করোনার নয়া স্বাভাবিকত্ব পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর উদ্দেশ্যেই বাস্তবায়িত হচ্ছে।

Related Articles

Back to top button