প্রাকৃতিক দুর্যোগসারাবাংলা

বউভাতের অনুষ্ঠানে বর যাএীর নৌকায় বজ্রপাতে নিহত ২০ জন

 

বাংলার রাজপথ ডেস্ক

বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে নৌকায় বজ্রপাতে ২০ বিশ জন বর যাএী নিহত হয়েছে। ঘটনাটি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে।এখন পর্যন্ত বরযাত্রীর নৌকাযাত্রায় বজ্রপাতে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। বুধবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এবং পাকা ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শিবগঞ্জ থেকে নৌকায় করে কয়েকজন বরযাত্রী চাঁপাইনবাবগঞ্জ সদরে বিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পদ্মা নদী পার হওয়ার সময় মাঝ নদীতেই এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৬ বরযাত্রীর মৃত্যু হয়। পরে আরও ৪ জনের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা ও পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন মাস্টার বলেন, পার্শ্ববর্তী ইউনিয়ন সদর উপজেলার নারায়নপুর থেকে বউভাতের অনুষ্ঠানে আসার পথে বজ্রপাত হলে ২০ জন মারা যান। মৃতদের মধ্যে ১৯ জন বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এছাড়াও একজন দক্ষিণ পাকা গ্রামের নৌকার মাঝি ছিল। নৌকায় মোট ৫৫ জন যাত্রী ছিল।

Related Articles

Back to top button