ঢাকানির্বাচনপ্রশাসনলিডসারাবাংলা

ঢাকা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি সোহেল হায়দার ও সাঃসম্পাদক আকতার হোসেন

নিজস্ব প্রতিবেদক ঃ

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন সোহেল হায়দার চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আকতার হোসেন।

৭২৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সোহেল হায়দার চৌধুরী। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করা সাজ্জাদ আলম খান তপু পেয়েছেন ৬৯০ ভোট আর কুদ্দুস আফ্রাদ পেয়েছেন ৪৭৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৭৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আকতার হোসেন। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪ জন। তাদের মধ্যে মো. মেহেদী হাসান পেয়েছেন ৬৪২ ভোট, গাজী জহিরুল ইসলাম পেয়েছেন ৪৪৫ ভোট এবং সোহেল সানি পেয়েছেন ৫৩ ভোট।

সিনিয়র সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এম এ কুদ্দুস এবং সহসভাপতি নির্বাচিত হয়েছেন মানিক লাল ঘোষ।

যুগ্ম সম্পাদক পদে খায়রুল আলম, কোষাধ্যক্ষ পদে আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে এ জিহাদুর রহমান জিহাদ, আইনবিষয়ক সম্পাদক পদে এস এম সাইফ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রাজু হামিদ, দপ্তর সম্পাদক পদে আমানউল্লাহ আমান, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাকিল পারভীন, নারীবিষয়ক সম্পাদক হিসেবে সুরাইয়া অনু জয় পেয়েছেন।

নির্বাহী সদস্য পদে জয় পেয়েছেন মুজিব মাসুদ, দুলাল খান, ইব্রাহিম খলিল খোকন, আসাদুর রহমান, সলিম উল্ল্যাহ সলিম, আনোয়ার হোসেন, মহিউদ্দিন পলাশ ও রেহানা পারভীন।

গণমাধ্যমকর্মীদের সংগঠন ডিইউজে নির্বাচন-২০২২-এর ভোটগ্রহণ শুরু হয় মঙ্গলবার সকাল ৯টায়। একটানা ভোট চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্বাচন ঘিরে জাতীয় প্রেস ক্লাব চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ।

এবারের নির্বাচনে ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭১ জন প্রার্থী। সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলের নেতৃত্বে ৬ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি এবারের ডিইউজে নির্বাচন পরিচালনা করে।

Related Articles

Back to top button