ঢাকাসারাবাংলা

চলছে রোদ বৃষ্টির লকডাউন

 

এস এম লুৎফর রহমান, জেলা প্রতিনিধি গাজীপুর

কখনো রোদ কখনো বৃষ্টি। এটা হলো প্রকৃতির এক অনান্য খেলা। যা দেখে কেউ মুগ্ধ হোন আবার কেওবা বিরক্ত হোন। লকডাউনও মনে হয় সেই খেলায় মেতেছে। গাজীপুরে লকডাউন পালিত হচ্ছে। তবে ঢিলেঢালা। বিভিন্ন পয়েন্ট ও মোড়ে কখনও পুলিশ দেখা যায় তো আবার কখনো নাই। ফলে যে যেভাবে পারছে চলাফেরা করছে। এবং তেমন জোরালো নেই স্বাস্থ্য বিধি মানার বিষয়। ব্যস্ততম একটা হলো জয়দেবপুর রেলক্রসিং। যেখানে সর্বদাই জ্যাম লেগে থাকলেও লকডাউনে প্রথম কয়েকদিন অনেকটাই ফাকা থাকতো। কিন্তু সময় গড়ানোর সাথে সাথেই সেই ব্যাস্ততা প্রায়ই চোখে পরে। রেলক্রসিং থেকে কয়েক গজ সামনেই রাস্তার এক পাশের মেরামত কাজ চলছে। তাই স্বাভাবিক ভাবেই মাঝে মাঝে যানজট লেগে যায়। তাছাড়া রেলের মাঝে এবং এটার চারপাশে অনেক সবজি এবং মৌসুমি ফল ব্যবসায়ীরা তাদের পন্য বিক্রি করছে তাই লোকবহ মনে হতেই পারে। মাঝে মাঝে পুলিশ কর্মকর্তারা তাড়িয়ে দিলেও আবারও আসছেন এবং ভীর জমাচ্ছেন।তাছাড়া গার্মেন্টস ও কল কারখানা খোলে দেয়াতে এখনও মানুষজন আসছেন গাদাগাদি করে। এ যেনো রোদ বৃষ্টির লকডাউন মনে হচ্ছে। সর্বোপরি আস্তে আস্তে লোকজনের চলাফেরা বারছে।

Related Articles

Back to top button