অপরাধ ও দূর্ঘটনাপ্রশাসনসারাবাংলা

গাজীপুরের কাশিমপুর থানায় ১০ কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

মাসুদ রানা

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদার
নেতৃত্বে এসআই দিপঙ্কর রায় সংগীয় ফোর্স এসআই সিরাজুল ইসলাম , এএসআই ওয়ালিদ সহ কুখ্যাত মাদক কারবারি আবুল কালাম ডাকনাম কালা মিয়া (৫৫) পিতা-মৃত আবুল হাশেম মাতা- আয়শা খাতুন কে ১০ কেজি গাঁজা সহ ৫ নং ওয়ার্ড সুরাবাড়ি থেকে আজ বিকেল আনুমানিক ৪ ঘটিকার সময় গ্রেফতার করেছেন কাশিমপুর থানা পুলিশ।

আসামীর কথিতমতে উদ্ধারকৃত গাজার অবৈধ বাজারমূল্য অনুমান ৩ লক্ষ টাকা। কালামিয়া একজন কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ী তাহার বিরুদ্ধে ১। কাশিমপুর থানার মামলা নং-১৬(৭)১৯ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারনী ১০(ক)/৮(ক)/৪১, ২। কাশিমপুর থানার মামলা নং-৩(৭)১৯ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারনী ১০(ক)/৪১, ৩। কাশিমপুর থানার মামলা নং-১০(৮)২০ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারনী ১০(ক) ৪। কাশিমপুর থানার মামলা নং-৮(১২)১৯ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারনী ১০(ক) ৫। ডিএমপি বনানী থানার মামলা নং-৪৭(১১)২১ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারনী ১৯(খ)/৩৮ ৬। জয়দেবপুর থানার মামলা নং-১১২(২)১৮ ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর সারনী ৯(খ)/২৫, বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তবুও থেমে নেই এই অসাধু মাদক কারবারি ব্যবসায়ী। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রহিয়াছে।

এদিকে কাশিমপুর থানা পুলিশ এ ব্যাপারে ওসি মাহবুবে খোদার সাথে কথা বললে তিনি বলেন, আমরা কাশিমপুর কে মাদক মুক্ত করতে বদ্ধপরিকর , তারই ধারাবাহিকতায় আমরা বিশেষ অভিযান পরিচালনা করি এবং অনেক মাদক উদ্ধারসহ মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে পেরেছি।

এবং আগামিতেও অভিযান অব্যাহত থাকবে তিনি আরো বলেন আমি সহ কাশিমপুর থানার উপ পুলিশ পরিদর্শক দিপাংকর রায় মাদক অভিযানে সাফল্য অর্জন করাতে সেও শ্রেষ্ঠ উপ-পুলিশ পরিদর্শকে ভৃষিত হন।

Related Articles

Back to top button