অপরাধ ও দূর্ঘটনাপ্রশাসন

কালিয়াকৈর ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর কালিয়াকৈর উপজেলায় একটি বেসরকারী খাজা বদরুদ্দোজা হাসপাতালে চিকিৎসকের ভুল অপারেশনের কারনে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

মৃত পরিবারের পক্ষথেকে জানাযায় , উপজেলার সফিপুর এলাকায় বৃহস্পতিবার সকালে তানিয়া সুলতানার প্রসব বেদনা উঠলে পরিবারের স্বজনরা স্থানিয় খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত ডাক্তাররা তানিয়ার পরিবারের স্বজনদের সিজার করানোর অনুরোধ করেন। পরিবারের সম্মতি ক্রমে তানিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।

গাইনি ডাক্তার মাহমুদা খাতুন অপারেশন কার্যক্রম শুরু করেন। কিন্তু অপারেশন ত্রুটির কারনে প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়, কিন্তু রক্তক্ষরণ কোনক্রমেই নিয়ন্ত্রণে না আনতে পেরে প্রসূতিকে ঐ হাসপাতালের মালিক পক্ষ তানিয়াকে সেখ ফজিলাতুন্নেছা মজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত নার্সিং কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে শুক্রবার রাতে তানিয়ার মৃত্যু হয়।

মৃত প্রসূতি হলেন গোলাম মোস্তফার স্ত্রী তানিয়া সুলতানা সফিপুর পশ্চিমপাড়া আহাদ আলী কমিশনারের বাড়ির পাশে ভাড়া থাকে। বৃহস্পতিবার সকাল দশটায় উক্ত হসপিটালে ভর্তি হন। হাসপাতালের ম্যানেজার মজিদ জানান, অপারেশন থিয়েটারে অতিরিক্ত রক্ত খরনের ফলে তানিয়ার মৃত্যু হয়। এ জন্য নিহতের পরিবারকে ক্ষতি পূরন দেওয়ার কথা চলছে।

এ দিকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আল-বেলাল জানান, এই বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে হসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button