অপরাধ ও দূর্ঘটনাপ্রশাসন

উখিয়ার কুতুপালং এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ৯০০ ক্যান এনার্জি ড্রিংক ও ২৯৬ প্যাকেট বিদেশী সিগারেটসহ দুইজন গ্রেফতার।

র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের কুতুপালং পশ্চিম পাড়াস্থ একটি গোডাউনের ভিতর আমদানী নিষিদ্ধ এনার্জি ড্রিংক ও বিদেশী সিগারেট মজুদ রেখেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ০৫/০৪/২০২২ খ্রিঃ উক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে ১। মাহমুদুল্লা @ ইসমাইল (২৬), (রোহিঙ্গা), পিতা-মৃত নুরুল আমিন, সাং-কুতুপালং ক্যাম্প নং-৭, বøক নং ই-১, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার; ২। মোস্তাক আহাম্মদ (৩২),পিতা-মৃত হাছু মিয়া, সাং-সেতুনির বটতলী পশ্চিম মরিচ্যা, ০১ নং ওয়ার্ড, হলদিয়াপালং ইউপি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’দের ধৃত করে। ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তিদ্বয়ের হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে আমদানী নিষিদ্ধ সর্বমোট ২৯৬ প্যাকেট বিদেশী সিগারেট (৫৯,২০০ শলাকা) ও ৯০০ ক্যান এনার্জি ড্রিংক উদ্ধার করা হয়।

ধৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Related Articles

Back to top button