অপরাধ ও দূর্ঘটনাপ্রশাসন

লাশের জায়গায় লাশ রয়েছে, রশি গেল কই?

তারিকুল জুয়েল, গাজীপুরঃ
গাজীপুর মহানগরের কাশিমপুরে হামিদা(৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ।
শনিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে কাশিমপুর থানাধীন লতিফপুরের মুক্তিযোদ্ধাটেক থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন রশি কেটে দ্রুত তাকে নামিয়ে দেন। পরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হসপিটালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ।
কাশিমপুর থানার সেকেন্ড অফিসার তানভীর বলেন, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।
পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী জানিয়েছেন। হাসপাতাল থেকে ফেরত আনার পর রশির ঝুলনো অংশ ও গলায় জড়ানো অংশ আর খুঁজে পাওয়া যায়নি বলে পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন।

Related Articles

Back to top button