



তারিকুল জুয়েল, গাজীপুরঃ
মহিলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন, গাজীপুরের কালীগঞ্জের শান্তি কন্যা ও সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। আর সাধারণ সম্পাদক হয়েছেন শবনম জাহান শিলা।
আজ শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সংগঠনের জাতীয় সম্মেলনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৫টার দিকে নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে মেহের আফরোজ চুমকি আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে জাহান আরার নাম ঘোষণা করা হয়েছে।
এদিকে মহিলা লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন শাহেদা তারেক দিপ্তি। আর সাধারণ সম্পাদক হয়েছেন হাসিনা বারী চৌধুরী। দক্ষিণের সভাপতি হয়েছেন সাবেরা বেগম, আর সাধারণ সম্পাদক পারুল আক্তার।