



এম এ হানিফ রানা
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমিকি ভুলিতে পারি। জাতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্বরণ করছে একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে গাজীপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব কাজী শফিকুল আলম, বিপিএম।
এসময় জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম & অপস্); জনাব মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ডাঃ নন্দিতা মালাকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), জনাব মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেলসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।