অপরাধ ও দূর্ঘটনাপ্রশাসনলিডসারাবাংলা

দেশীয় অস্ত্রসহ ০৯ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ

নিজস্ব প্রতিবেদক

দেশীয় অস্ত্রসহ ০৯ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গতকাল (০১.১১.২২) রাতে টঙ্গী পূর্ব থানা, জিএমপি এর একটি টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার একটি টিম টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড হতে আব্দুল্লাহপুর ব্রীজ পর্যন্ত অভিযান পরিচালনা করে ০৯ (নয়) জন ডাকাতকে বিভিন্ন স্থান হতে গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের নিকট হতে ০১ টি তলোয়ার, ০১ টি চাইনিজ কুড়াল, ০১ টি ছোরা, ০৪ টি সুইচ গিয়ার এবং ০২ টি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ শফিকুল ইসলাম বাবু (১৯) ২। মোঃ আঃ রহমান আশিক (১৮) ৩। তৌহিদ (২৮) ৪। মোঃ সৌরভ (১৯) ৫। মোঃ আল আমিন (২৫) ৬। মোঃ ইমন (২১) ৭। মোঃ আরিফ (১৯) ৮। মোঃ ইয়াছিন (১৯) ৯। মোঃ শাকিল(১৯)

উক্ত আসামীগণ দীর্ঘদিন যাবৎ স্টেশন রোড হইতে পূর্ব আরিচপুর নদীবন্দর এলাকা সহ টঙ্গী বাজার গামী ময়মনসিংহ হইতে ঢাকাগামী মহাসড়কে পথচারী লোকজনদের নিকট থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণলংকার ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যেত বলে জানা যায়। উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সকল ধরণের অপরাধজনক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button