গাজীপুরে ট্রাক ও পিকাপ সংঘর্ষে একজন নিহত




মোঃ শরীফুল আজম বাবু- গাজীপুর থেকে
২৫-০৯-২৩ তারিখ রাত্রি ৩:৫০ মিনিটে
মালেকের বাড়ি কলম্বিয়া গার্মেন্টস সংলগ্ন ট্রাক ও পিকাপ সংঘর্ষে ১ জন নিহত এবং আরো ১ জন আহত হয়েছেন। আহত ট্রাক ড্রাইভারকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। জয়দেবপুর ফায়ার স্টেশনে দুর্ঘটনার সংবাদ আসলে তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করেন।
সিনিয়র স্টেশন অফিসার জনাব আব্দুস সামাদের নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। আটকে পড়া ট্রাক ড্রাইভারকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের এম্বুলেন্সে যোগে লিডার জনাব মোঃ ইউসুফ আলীর নেতৃত্বে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত ট্রাক ড্রাইভার এর নাম জান মাহমুদ বয়স ৪৫ পিতা মৃত মৃত রমজান তালুকদার।তার গ্রামের বাড়ি আমতলিয়া। পোস্ট অফিস দোবিলা।
থানা তারাশ জেলা সিরাজগঞ্জ।